রাজশাহীতে হেযবুত তওহীদের মুক্ত আলোচনা সভা হতে দেয়নি হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার বিকাল ৪টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ের একটি দরবার হলে এ সভার আয়োজন করা হয়েছিল। হেফাজতে ইসলামের রাজশাহী জেলার সভাপতি মাওলানা শহীদুল ইসলাম বলেন, হেযবুত তওহীদ ইসলামের নামে তাদের ভ্রান্ত আকিদা প্রচার করছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো ঠিক না। এ জন্য আমরা তাদের সভা বন্ধ করেছি। সভা করতে না পেরে হেযবুত তওহীদের রাজশাহী জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলার সভাপতি আরিফুজ্জামান গালিব বলেন- হেযবুত তওহীদ আইন মান্যকারী অরাজনৈতিক আন্দোলন। ষড়যন্ত্রকারীরা জুমার দিনে মসজিদে মসজিদে উসকানিমূলক মিথ্যা প্রচারণা চালায়।
প্রশাসনের অনুরোধে আমরা অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হই।
নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, একই স্থানে দুই সংগঠনের নেতা-কর্মীদের অবস্থানের কারণে উত্তেজনা ছিল। পুলিশও সতর্ক ছিল। তাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হেযবুত তওহীদ তাদের অনুষ্ঠান স্থগিত করেছে।