ব্রাহ্মণবাড়িয়ায় সবজির দোকান ও বেকারিতে অভিযান পরিচালনা করে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের কাউতলী এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে শহরের কাউতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় প্রিন্স বেকারিতে খবরের কাগজে কেক প্রস্তুত করে বিক্রয় করছে। পাশাপাশি বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ এনার্জি ড্রিংস রেডবুল বিক্রয় করা হচ্ছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাসি মিষ্টি বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়। এছাড়া প্রস্তুতকৃত মিষ্টিতে উৎপাদন মেয়াদ ছিল না। পরে ভোক্তা অধিকার আইনে প্রিন্স বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, পরে কাউতলি কাঁচা বাজারে অভিযান চালিয়ে সবজির দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার অপরাধে তিন দোকানিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/নাজিম