বাড়ির সামনের খালের পানিতে ডুবে নেত্রকোনার কলমাকান্দায় মোস্তফা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কয়রাখালি গ্রামে এই ঘটনা ঘটে।
শিশুটি ওই গ্রামের জহিরুল ইসলামের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে থাকা শিশু মোস্তফা হঠাৎ করে বাড়ির পূর্ব পাশে খালে পড়ে যায়। এরপর শিশুকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে শিশুটিকে খালে ভাসতে দেখেন বাবা জহিরুল ইসলাম।
এরপর শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরার হোসাইন লিংকন মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএ