গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে প্রদীপ সরকার (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। প্রদীপ সরকার গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সরকারের ছেলে।
নিহতের পরিবার জানায়, ভোরে ঘুম থেকে উঠে প্রদীপ বাড়ির পুকুরঘাটে দাঁত ব্রাশ করতে যান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। এ সময় পুকুরঘাটে তার টুথ ব্রাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সকাল ১০টার দিকে স্থানীয়রা জাল ফেলে পুকুর থেকে প্রদীপের মৃরদেহ উদ্ধার করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রদীপ সরকার মানসিক প্রতিবন্ধী ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরদেহ ময়নাতদন্ত না করার আবেদন করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: বাসস
বিডি প্রতিদিন/নাজিম