বসুন্ধরা কিংস মানেই ইতিহাস ও নতুনত্ব। পেশাদার ফুটবলে অভিষেকের পর একের পর এক ইতিহাস লিখেই চলেছে তারা। যা ১৯৪৮ সালে ঘরোয়া ফুটবল মাঠে গড়ানোর পর কোনো ক্লাবের পক্ষে সম্ভব হয়নি। মাঠের বাইরেও এনেছে নতুনত্ব। পেশাদার ফুটবলে সব গুণাবলিই তাদের রয়েছে। অল্প দিনের মধ্যে ফুটবলে আলাদা জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। কিংস পেয়ে গেছে ফুটবল কিংয়ের খ্যাতি। আসন্ন মৌসুমে দেশি-বিদেশি মিলিয়ে সেরা দল গড়েছে কিংস। সেই দলের সেরা কোচ না হলে কি চলে? এমনই গুরু দেখা যাবে কিংসে। কিউবা মিচেল, ডরিয়েলটন, তপু, রাকিবদের দায়িত্ব নিতে আসছেন বিশ্ব চ্যাম্পিয়নের দেশ আর্জেন্টিনার কোচ। ৬৮ বছর বয়সি রবার্তো কার্লোস মারিও গোমেজ হচ্ছেন নতুন মৌসুমে কিংসের নতুন কোচ। ক্লাব সভাপতি ইমরুল হাসান জানালেন, ‘গোমেজের সঙ্গে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। আগস্টেই ক্লাবে যোগ দেবেন তিনি। আশা করছি মৌসুমের প্রথম ট্রফি চ্যালেঞ্জ কাপে আর্জেন্টাইন কোচের অভিষেক হবে। ১৫ সেপ্টেম্বর মোহামেডানের বিপক্ষে কিংসের খেলা। সে দিন থেকেই শুরু হয়ে যাবে গোমেজের চ্যালেঞ্জ।’ ইমরুল হাসান বলেন, ‘কিংস ঘিরে ফুটবলপ্রেমী ও সমর্থকদের প্রত্যাশা অনেক। আমরা চেষ্টা করি সেরাদের নিয়ে দল গড়তে। কোচও নিয়োগ দেওয়া হয় অনেক যাচাই-বাছাই করে। শিরোপা তো আছেই আমরা এমন কোচ নিয়োগ দিই। যার কাছ থেকে খেলোয়াড়রা ভালো কিছু শিখতে পারবেন।’ নতুন কোচের কাছে প্রত্যাশা কি? কিংস সভাপতি বলেন, ‘কোচ আসুক, সবার সঙ্গে পরিচিত হোক। তারপর তিনি তার দায়িত্ব শুরু করবেন। গেল মৌসুমে আমরা চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছি। লিগে ডাবল হ্যাটট্রিক চ্যাম্পিয়নের সুযোগ ছিল। হলাম কি না তৃতীয়। এখানে ফুটবলাররা যেমন সেরাটা দিতে পারেননি তেমনি কোচও দায় এড়াতে পারবেন না। গোমেজের কোচিং ক্যারিয়ার বর্ণাঢ্য। ভালেন্সিয়া ও ইন্টার মিলানের মতো বিখ্যাত ক্লাবে কাজ করেছেন। ব্রাজিলের বিশ্বসেরা ফুটবলার রোনাল্ডো ও আর্জেন্টিনার ক্রেস পোর সহকারী কোচ ছিলেন। স্যামুয়েল ইতো, পাবলো আইমারেরও গুরু ছিলেন তিনি। এমন কোচের কাছে প্রত্যাশা তো বেশি হবেই। ঘরোয়া মৌসুমে এবার চ্যালেঞ্জ কাপ, লিগ, স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও সুপার কাপ পাঁচ আসরের মৌসুম। আমরা চাইব আর্জেন্টাইন কোচের শিক্ষা নিয়ে সব ট্রফি জিততে। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বেও ভালো করা। এগুলো অসম্ভবের কিছু নয়। নতুন কোচের মাধ্যমে আমরা সাফল্যের পতাকা উড়াতে চাই।’কিংসের কোচ হওয়ার কথা ছিল ব্রাজিলের সার্জিও ফারিয়াসের। সব কিছু চূড়ান্ত হওয়ার পরও কথা রাখেননি এ ব্রাজিলিয়ান। অন্য ক্লাবের দায়িত্ব নিয়েছেন। যাক বেশি দিন অপেক্ষাও করতে হয়নি। ঠিকই যোগ্য কোচ খুঁজে পেয়েছে কিংস। যা অতীতের চেয়ে হাই প্রোফাইলের। ভালো কোচ অফার পেলেই যে দায়িত্ব নেবেন তা নয়। তিনিও যাচাই-বাছাই করে দেখবেন ক্লাবটি কেমন। কিংসের সঙ্গে চাওয়া-পাওয়া মিলে গেছে বলে ম্যারিও গোমেজ দায়িত্ব নিতে রাজি হয়েছেন। বসুন্ধরা কিংসে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলাররা খেললেও লাতিন কোচ এই প্রথম। আর্জেন্টাইন কোচের সঙ্গে আপাতত চুক্তি হয়েছে এক বছর। গোমেজ সর্বশেষ ইন্দোনেশিয়ার ক্লাব বাহইয়াংকারা ক্লাবের দায়িত্বে ছিলেন। মালয়েশিয়ার জাতীয় দলের দায়িত্বেও ছিলেন তিনি। এবার এলেন বাংলাদেশের বসুন্ধরা কিংসে। আর্জেন্টাইন কোচ এখনো ঢাকায় আসেননি। অথচ তাকে ঘিরেও যে আলোচনা তা অন্যদের বেলায় হয়নি। দেখা যাক তিনি কিংসকে কি উপহার দেবেন।