লা লিগায় ফের বর্ণবাদী আচরণের ঘটনা ঘটেছে। এবার রিয়াল মাদ্রিদের দুই তারকা ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র এবং ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে হয়েছেন এর শিকার। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি তদন্তে নিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
ঘটনাটি ঘটে গত রবিবার (২৪ আগস্ট) রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদের রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে। এমবাপ্পের জোড়া গোল এবং ভিনিসিউস জুনিয়রের এক গোলের মাধ্যমে রিয়াল ৩-০ ব্যবধানে জয়ের দেখা পেলেও, মাঠের এই সাফল্য ম্লান হয়ে গেছে গ্যালারির ঘৃণ্য আচরণে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এবং ক্রীড়া অনুষ্ঠান এল দিয়া দেসপুয়েস-এর প্রতিবেদনে জানানো হয়, ম্যাচ চলাকালীন ওভিয়েদোর অন্তত দুজন সমর্থক এমবাপ্পে ও ভিনিসিউসকে লক্ষ্য করে বানরের ডাক দেয় একটি পরিষ্কার বর্ণবাদী ইঙ্গিত। এমবাপ্পে যখন তার প্রথম গোলটি উদযাপন করছিলেন, তখন প্রথম এই ধ্বনি শোনা যায়। এরপর দ্বিতীয়বার এমন ঘটনা ঘটে ৬৩তম মিনিটে, ভিনিসিউস মাঠে নামার সময়।
২৯,৭৫৮ দর্শকের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন এমন আচরণ করলেও, স্পেনে বারবার বর্ণবাদের ঘটনা ফুটবলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে বলে মনে করছেন অনেকেই।
লা লিগা এক বিবৃতিতে জানায়, 'বর্ণবাদী আচরণকে আমরা কোনোভাবেই মেনে নেব না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হবে।'
ভিনিসিউস জুনিয়র এর আগেও একাধিকবার বর্ণবাদের শিকার হয়েছেন। মাঠে তার প্রতি বিরূপ আচরণ যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পাল্টা প্রতিবাদ জানিয়ে তিনি হয়ে উঠেছেন ফুটবলে বর্ণবাদবিরোধী আন্দোলনের মুখপাত্র। তবে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি স্পেনের ফুটবলে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এর আগেও লা লিগায় বর্ণবাদী আচরণের কারণে কড়া শাস্তির নজির রয়েছে। রিয়াল ভায়াদোলিদের পাঁচজন সমর্থককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ভিনিসিউসকে গালি দেওয়ার ঘটনায়। একইভাবে রাফিনহা ও লামিনে ইয়ামালকে নিয়ে কটূক্তির ঘটনায় রিয়াল মাদ্রিদের তিন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছিল।
বিডি প্রতিদিন/মুসা