পাঁচ ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ প্রক্রিয়া থেকে সোশ্যাল ইসলামী ব্যাংককে (এসআইবিএল) বাদ দেওয়ার দাবি জানিয়েছেন ব্যাংকটির নয়জন শেয়ারধারী। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে তাঁরা এ দাবি জানান। চিঠিতে সই করেছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বর্তমান পরিচালক মো. রেজাউল হকসহ নয়জন শেয়ারধারী। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
চিঠিতে শেয়ারধারীরা অভিযোগ করেন, ২০১৭ সালে ব্যাংকের পরিচালনায় পরিবর্তন আনা হয় এবং পরবর্তী সময়ে বড় অঙ্কের অনিয়ম ও ঋণ জালিয়াতি ঘটে। তাঁদের দাবি, সে সময় বাংলাদেশ ব্যাংক কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমান পর্ষদকেও তাঁরা ব্যাংকের আর্থিক দুরবস্থা কাটিয়ে ওঠার ক্ষেত্রে অকার্যকর বলে উল্লেখ করেছেন। তাঁদের ভাষ্য, প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের হাতে ব্যাংকের দায়িত্ব ফিরিয়ে দিলে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় অল্প সময়েই গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে ব্যাংকটি আবারও একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিতে পারবে বলে তাঁরা আশাবাদী।