হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনা ফ্যাসিস্ট শেখ হাসিনার নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, ‘পাশের দেশে বসে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বিরুদ্ধে নানান যড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দেশ ও জনগণের ক্ষতি করে যাচ্ছে। সুতরাং বিমানবন্দরে আগুনের ঘটনা স্বাভাবিক নয়।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে ’৯০-এর ছাত্র-গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় আমান এসব কথা বলেন। সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মৃতি সংসদের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান, ১২-দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান, জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত এনডিপির চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন সোহেল, মহাসচিব জামিল আহমেদ, ডিএল সহসভাপতি মাহবুব আলম, কেন্দ্রীয় নেতা সুজন চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা ইউনুস সোহাগ প্রমুখ।
আমান উল্লাহ আমান বলেন, ‘হাসিনা বিদেশে পালিয়ে গেলেও এখনো তাঁর প্রেতাত্মারা সক্রিয় সব জায়গায়। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে, এ ঘটনাসহ (বিমানবন্দরে আগুন) অন্যান্য ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের।’
নির্বাচন নিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। তার মানে আমাদের পূর্ণবিশ্বাস ওই সময়েই নির্বাচন হবে; কিন্তু নির্বাচন নিয়েও নানান ষড়যন্ত্র হচ্ছে। পিআরের নামে কেউ নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে। তবে নির্বাচন রুখতে যারা আসবে, তাদের জনগণই রুখে দেবে। জনগণ এখন নিজেদের ভোটাধিকার চায়, এত বছর ধরে তা থেকে তারা বঞ্চিত ছিল। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই।’