মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহার ও কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা অবিলম্বে বস্তিবাসী ও শহীদ পরিবারের দুই দফা মেনে নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, ভাসানটেক প্রকল্প ছিল একটি মানবিক উদ্যোগ, যেখানে গৃহহীন মানুষের জন্য ‘বস্তিবাসীদের মডেল শহর’ গড়ার স্বপ্ন ছিল। তারা আরও বলেন, প্রকল্পটির বাস্তবায়ন চুক্তি বাতিলের পর এলাকাটি এখন দুর্নীতি, দখল ও প্রভাবশালীদের লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে। অন্যদিকে, শহীদ পরিবারের সম্পত্তি কলমিলতা মার্কেটের ক্ষতিপূরণ বছরের পর বছর ইচ্ছাকৃতভাবে ক্ষমতার অপব্যবহার করে বিলম্বিত করা হচ্ছে। এতে বক্তব্য রাখেন আবদুর রহিম, নুর তাজ আরা ঐশী, সামান্তা শারমিন, রহিমা বেগম, নাসরীন সুলতানা প্রমুখ।