দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিমান, ব্যাংকিং, রিয়েল এস্টেট, লজিস্টিক ব্যবসা এবং কমিউনিটি পরিষেবার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মোরশেদুল আলম চাকলাদারকে বাংলাদেশে ইসোয়াতিনি রাজ্যের অনারারি কনসাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। গত শনিবার দেশটির রাজা মসোয়াতি তৃতীয়ের কর্তৃত্বে ইসোয়াতিনি রাজ্যের রাজকীয় সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ প্রদান করেন। বাংলাদেশ সরকার অফিশিয়াল এক্সিকিউটর জারি করে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি প্রদান করেছে, যা মোরশেদুল আলম চাকলাদারকে বাংলাদেশের মধ্যে ইসোয়াতিনির স্বার্থের প্রতিনিধিত্ব করার এবং কনস্যুলার দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে।
এই ভূমিকা গ্রহণের পর, মোরশেদ চাকলাদার বলেন, ‘ইসোয়াতিনি রাজ্য আমার ওপর আস্থা রেখে গভীরভাবে সম্মানিত এবং বাংলাদেশ সরকারের স্বীকৃতির জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’