মানবদেহের জন্য ক্ষতিকর তিন কনটেইনার আমদানি নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) আটক করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা। কনটেইনার তিনটি চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয়েছিল। এগুলোর ভিতরে ৬০ হাজার ৬৮০ কেজি ঘনচিনি রয়েছে। রাজধানীর মতিঝিলের এইচপি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের নামে চীন থেকে ১৬ আগস্ট সোডা অ্যাশ লাইট ঘোষণায় তিন কনটেইনার পণ্য আমদানি করা হয়।
ঘনচিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির চেয়ে ৩০-৫০ গুণ বেশি মিষ্টি। শিশুখাদ্যসহ মিষ্টি জাতীয় বিভিন্ন খাদ্যে অসাধু ব্যবসায়ীরা ঘনচিনি ব্যবহার করে থাকেন। যা থেকে কিডনি ও লিভারের জটিল রোগ হতে পারে। এটি আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত।