নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভোটের রাজনীতিতে বাংলাদেশ এখন টালমাটাল। ভোটযুদ্ধে প্রকৃত সৈনিকদের বিজয়ী করতে হবে। তা হলেই সুন্দর সুশাসন ও স্বনির্ভর বাংলাদেশ উপহার দেওয়া যাবে। গতকাল দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা নাগরিক ঐক্যের উদ্যোগে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাগরিক ঐক্য বগুড়া জেলার নেত্রী রাজিয়া সুলতানা ইভার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আবদুর রাজ্জাক তালুকদার সজীব। আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, মামুনুর রশিদ, মুকুল হাসান বাবু, আলিফ হোসেন, রাজ বাহাদুর প্রমুখ। বিকালে মাহমুদুর রহমান মান্না তার নির্বাচনি এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।
তিনি বলেন, তিনবারে দেশে নির্বাচনের নামে যা হয়েছে, তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই। পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। যদি এ সরকার ভালো নির্বাচন করে যেতে পারে, তাহলে দেশের সম্মান বাঁচবে। শেখ হাসিনা ভোটের নামে দেশের মানুষের কাছে তামাশা করেছেন। দেশের নাগরিকদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন। দিনের ভোট রাতে করে নিজ দল আওয়ামী লীগ ও তাদেরই পাতানো বিরোধী দল জাতীয় পার্টি ও জাসদের প্রার্থীদের বিজয়ী করেছেন।