নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল দিবাগত রাত ১২টা ১৬ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। শারীরিক পরীক্ষানিরীক্ষার অংশ হিসেবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে গতকাল রাত সাড়ে ১১টার দিকে জানান খালেদা জিয়ায় ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। এর আগে রাত ১১টায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন সাবেক এ প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।