রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নির্ধারিত তিনদিনে কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেট সদস্য পদে মনোনয়ন তুলেছেন ৫০৮ জন পদপ্রার্থী। এদের মধ্যে দুটি প্যানেলের ৩৮ জন মনোনয়ন তুলেছেন। সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চারদিন মনোনয়ন উত্তোলন সময় বাড়িয়েছে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার ড. নজরুল ইসলাম বলেন, সকলের অংশগ্রহণ নিশ্চিত করেই নির্বাচন দিতে চাই। কিছু দাবি-দাওয়া ছিল, সেটা পূরণ ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়ন বিতরণ সময় বাড়ানো হয়েছে।
কমিশনের তথ্যমতে, তিনদিনে সহ-সভাপতি (ভিপি) পদে চারজন, সধারণ সম্পাদক (জিএস) পদে চারজন ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ছয়জনসহ অন্যান্য পদে ১৪১ জন মনোনয়ন তুলেছেন। এদের মধ্যে গণতান্ত্রিক ছাত্রজোটের ৩৮ নেতাকর্মী ও সচেতন শিক্ষার্থী পরিষদের ১০ জন প্রার্থী রয়েছেন।
আবাসিক হলগুলোতে ৩৬৭ জন বিভিন্ন পদে মনোনয়ন তুলেছেন। এদের মধ্যে জুলাই-৩৬ হলে ২১ জন, রোকেয়া হলে-১৭ জন, মন্নুজান হলে-২৪, খালেদা জিয়া হলে-১৩, তাপসী রাবেয়া হলে-৩৪, রহমতুন্নেসা হলে-২৫, শেরে বাংলা হলে-৩৮, শহীদ হবিবুর রহমান হলে-২৯, শহীদ জিয়াউর রহমান হলে-২৭, মাদার বখশ হলে-৩৮, শহীদ সোহরাওয়ার্দী হলে-৩৭, নবাব আব্দুল লতিফ হলে-১২, শহীদ শামসুজ্জোহা হলে-৯, মতিহার হলে-১, বিজয়-২৪ হলে ১৮, সৈয়দ আমির আলী হলে-২৪ জন মনোনয়ন উত্তোলন করেছেন।
বিডি প্রতিদিন/এমআই