সান্তোস তারকা নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে। এরপর চোটের কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। তবে সম্প্রতি ছন্দে ফেরার আভাস দিচ্ছিলেন তিনি। বাল্য ক্লাব সান্তোসের হয়ে টানা সাত ম্যাচে পূর্ণ সময় মাঠে ছিলেন নেইমার। নিজেকে জাতীয় দলে ফেরানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ধারাবাহিকভাবে মাঠে থাকায় ভক্তরা এবার তাঁকে নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন। তাদের আশা ছিল, আগেই টিকিট নিশ্চিত করা ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৫ সেপ্টেম্বর চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবেন নেইমার! কিন্তু ফেরা হলো না। ভক্তদের সেই আশা আবার দুমড়ে-মুচড়ে গেল। ম্যাচ দুটির জন্য তাঁকে ছাড়াই ২৫ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
আরও বড় খবর হলো, আক্রমণভাগের দুই নিয়মিত সদস্য ভিনিসাস জুনিয়র ও রদ্রিগোর বাদ পড়া। আনচেলত্তির এবারের স্কোয়াডে জায়গা না পাওয়ায় নেইমারের জাতীয় দলের বাইরে থাকার সময়টা দুই বছর পূর্ণ হলো। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, সান্তোসের অনুশীলনে বৃহস্পতিবার নেইমার ঊরুতে ব্যথা পেয়েছেন। ব্যথার কারণে পর দিন অনুশীলনে আসেননি তিনি। এর পরই তাঁকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি, ‘নেইমারের একটু সমস্যা হয়েছে। তাঁর মান ও সামর্থ্য আমরা সবাই জানি। কিন্তু দলের অন্য সবার মতো তাঁকেও শারীরিকভাবে ফিট থাকতে হবে, যেন বিশ্বকাপে সেলেসাওদের সাহায্য করতে পারেন।’ ফলে নেইমারকে এখন চূড়ান্ত পর্বের জন্য অপেক্ষায় থাকতে হবে। এদিকে বিশ্বকাপ খেলা নিশ্চিত করায় ম্যাচ দুটিতে সবাইকে ঝালিয়ে নিতে দলে অনেক পরিবর্তন এনেছেন আনচেলত্তি।
ব্রাজিল দল
গোলরক্ষক
আলিসন, বেন্তো, উগো সোসা
ডিফেন্ডার
আলেক্সসান্দ্রো, আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, মার্কিনিয়োস, ভান্দেরসন, ওয়েজলি
মিডফিল্ডার
আন্দ্রেই সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা
ফরোয়ার্ড
এস্তোভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইয়ো জর্জে, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রাফিনিয়া, রিশার্লিসন