আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজায় ইসরায়েলি বর্বরতার ইতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার মনে হয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পরিস্থিতির একটি ভালো, চূড়ান্ত সমাপ্তি ঘটবে।’ গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। গাজার খান ইউনিসে সোমবার নাসের হাসপাতালে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ সাংবাদিক নিহতের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ট্রাম্প। এদিকে, গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহতের ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এ হামলাকে ‘বর্বর’ ও ‘সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারি মুখপাত্র। সব ধরনের হামলা থেকে সংবাদকর্মীদের সুরক্ষিত রাখা উচিত বলে এক বিবৃতিতে জানিয়েছেন ওই মুখপাত্র। সেসঙ্গে এ ঘটনা গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার বিষয়টি ফের সামনে এনেছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। অপরদিকে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গাজায় নিহত সাংবাদিকদের স্মরণে গতকাল এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস এ কর্মসূচির আয়োজন করে।
এদিকে, গাজা ইস্যুতে গতকাল নিজের সিকিউরিটি ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গাজা উপত্যকার গাজা সিটিতে বড় ধরনের সামরিক হামলা চালানোর ব্যাপারে সিকিউরিটি ক্যাবিনেটে আলোচনা হতে পারে। -বিবিসি, আলজাজিরা