রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কে গত এক সপ্তাহে নিহত হয়েছেন ৪ হাজার ৩৭৮ ইউক্রেনীয় সেনা। এ ছাড়া এ সময়ে রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর ছয়টি ট্যাংক (এর মধ্যে তিনটি লিওপার্ড ট্যাংক), ৫৫টি ফিল্ড আর্টিলারি বন্দুক, একটি মাল্টিপোল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস), ৪৯টি রেডিও ইলেকট্রনিক এবং কাউন্টার ব্যাটারি ওয়ারফেয়ার স্টেশন, ৯৩টি গোলাবারুদ-জ্বালানি-রসদের ডিপো এবং প্রায় ২৭০টি যুদ্ধযান ধ্বংস করেছে। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সংঘাতে রাশিয়ার কতজন সেনা নিহত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি রুশ বাহিনীর হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনো চলছে। -তাস