বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনাকে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
আব্দুল মোনায়েম মুন্না লেখেন, ‘বিতর্কিত ডাক্তার সাবরিনা করোনার সার্টিফিকেট জালিয়াতি মামলায় অপরাধী। মহিলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে যাওয়ার সাহস পেল কোথা থেকে? তাকে যারা নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হোক।’
ডা. সাবরিনা শারমিন হোসেন ও তার স্বামী আরিফুল চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ—জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চাকরিরত অবস্থায় সাবরিনা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান পরিচয়ে আর্থিকভাবে লাভবান হন। দুজনের যোগসাজশে অভিজ্ঞতা ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারকে কোভিড-১৯ নমুনা সংগ্রহের অনুমতি পাইয়ে দেওয়া হয়। অনুমোদন অনুযায়ী বিনামূল্যে নমুনা সংগ্রহ না করে তাদের নির্দেশে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ৫-৮ হাজার টাকা নিয়ে ভুয়া রিপোর্ট দেয়। এতে প্রায় ১৫ হাজার ৪৬০টি ভুয়া রিপোর্ট প্রস্তুত হয় এবং বিপুল অর্থ আত্মসাৎ করা হয়।
লকডাউনের তিন মাসে তাদের ওভাল গ্রুপ ও অঙ্গপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ১৬ লাখ টাকার বেশি জমা হয়, যা করোনা টেস্টের টাকা বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে।
সাবরিনার বিরুদ্ধে তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগও রয়েছে। দুটি এনআইডিতে ভিন্ন জন্মতারিখ ও ভিন্ন স্বামীর নাম ব্যবহার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল