আগামী বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। অক্টোবরে এশিয়া সফরে এই দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)।
সেপ্টেম্বরের শুরুতে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির মুখোমুখি হবে ব্রাজিল, এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলবে তারা। এই দুটি ম্যাচের জন্য ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
বাছাই পর্ব শেষে অক্টোবরে আবার আন্তর্জাতিক ম্যাচ খেলবে ব্রাজিল। ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। এরপর ১৪ অক্টোবর টোকিওতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ, যা ঐতিহ্যবাহী 'কিরিন কাপ'-এর অংশ হিসেবে আয়োজিত হবে।
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে অন্তত ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। অক্টোবরের এশিয়া সফরের পর, নভেম্বরে একটি আফ্রিকান দলের বিপক্ষে এবং মার্চে ইউরোপীয় প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার চেষ্টা করছে সিবিএফ। এই ম্যাচগুলো ইউরোপ বা আমেরিকায় অনুষ্ঠিত হতে পারে, যা নির্ভর করবে বাণিজ্যিক চুক্তির ওপর।
২০২৬ সালের জুনেও বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আরও দুটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। তবে তা নির্ধারিত হবে ডিসেম্বরে ড্র অনুষ্ঠিত হওয়ার পর কোচিং স্টাফের চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে।
বিডি প্রতিদিন/মুসা