বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল জাতীয় দল। চিলি ও বলিভিয়ার বিপক্ষে এই দুই ম্যাচে বড় চমক দেখিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি স্কোয়াডে রাখেননি নেইমার, ভিনিসিউস জুনিয়র কিংবা রদ্রিগোর মতো তারকা ফুটবলারদের।
বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হয়ে যাওয়ায় বাছাইপর্বের এই শেষ রাউন্ডে তরুণ ও নতুনদের পরখ করে দেখতে চান আনচেলত্তি। তাই আগের দল থেকে নয়টি পরিবর্তন এনেছেন এই ইতালিয়ান কোচ।
দলের সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র ফেরার কথা ছিল এই সিরিজে। কিন্তু ইনজুরির কারণে ফেরাটা হচ্ছে না। সম্প্রতি উরুর পেশিতে চোট পেয়ে অনুশীলনে অংশ নিতে পারেননি সান্তোস ফরোয়ার্ড। এর আগেও, ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে এএসল ইনজুরিতে পড়েন তিনি, যার পর থেকে জাতীয় দলে আর দেখা যায়নি তাকে।
দল ঘোষণার সময় আনচেলত্তি বলেন,'নেইমার গত সপ্তাহে হালকা সমস্যায় পড়েছিল। তবে তাকে এখনই পরখ করে দেখার কিছু নেই। আমরা, সমর্থকরা এবং পুরো কোচিং স্টাফ জানি নেইমার কেমন খেলোয়াড়। তার প্রয়োজন সম্পূর্ণ ফিট থাকা। এই দুটি ম্যাচে আমরা নতুনদের দেখে নিতে চাই।'
নেইমারকে পরিকল্পনায় রেখেছিলেন কি না এমন প্রশ্নে সোজাসুজি উত্তর না দিয়ে তিনি জানান,'প্রাথমিকভাবে আমাদের একটি বড় তালিকা থাকে ৫০-৫৫ জন খেলোয়াড় নিয়ে। সেখান থেকে আমরা শেষ মুহূর্তে ফর্ম ও ইনজুরি বিবেচনায় স্কোয়াড চূড়ান্ত করি। ম্যাচের আগের সপ্তাহে অনেক কিছু বদলে যেতে পারে।'
রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিউস ও রদ্রিগোও জায়গা পাননি এবার। ভিনিসিউস চিলির বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকায় এবং বলিভিয়ার বিপক্ষে বিশ্রামের কথা ভেবে বাদ পড়েছেন। রদ্রিগোর ক্ষেত্রে স্পষ্ট কোনো কারণ না জানালেও, আনচেলত্তির ইঙ্গিত ফিটনেস এবং প্রতিযোগিতামূলক জায়গা পাওয়াই মূল বিবেচ্য।
কোচ বলেন,'আমি তাদের সঙ্গে আলাদাভাবে কোনো কথা বলিনি। তারা জানে জাতীয় দলে জায়গা পেতে হলে নিয়মিত খেলা এবং শারীরিকভাবে শতভাগ ফিট থাকা জরুরি। তারা যদি ব্যাখ্যা চায়, তাহলে নিজেরাই আমাকে ফোন করতে পারে। রদ্রিগোর কাছে আমার নম্বর আছে, নেইমারের কাছেও থাকার কথা।'
আনচেলত্তি আরও বলেন,'জাতীয় দলে নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিটনেস। যেকোনো পজিশনে আমাদের বিকল্প আছে। কেউ শতভাগ ফিট না থাকলে তাকে না রেখে অন্য কাউকে সুযোগ দেওয়া হবে।'
বিডি প্রতিদিন/মুসা