দিনাজপুরের ফুলবাড়ীতে মাদববিরোধী অভিযান চালিয়ে ১৯৮পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (ডাঙাপাড়া) গ্রামে নিজ বাড়ীতে মাদক কেনাবেচার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই গ্রামের মৃত বিত্ত মন্ডলের ছেলে মেহেরাব আলী (৬০) ও তার স্ত্রী মোছা. ফিরোজা আক্তার ফারজানা (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া একটায় ওই গ্রামে মাদক কেনাবেচার সময় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরে ফিরোজা আক্তার ফারজানার শাড়ির কোচে এবং মেহেরাব আলী লুঙ্গির কোচ থেকে ১৯৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একেএম খন্দকার মহিব্বুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ৫৯ হাজার ৪০০টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারা মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম