সিলেটে যৌতুক মামলায় খালসপ্রাপ্ত আসামি পক্ষের লোকজনের উপর হামলা চালিয়েছেন এক নারী। এতে রক্তাক্ত হয়েছেন দুইজন। মঙ্গলবার সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- মামলার বাদী বিশ্বনাথ উপজেলার ধলিপাড়া শেখপাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর মেয়ে মোছা. নুরজাহান বেগম ও তার ছোট ভাই মনজাম মিয়া।
আহতরা হলেন, সিলেট নগরীর ঘাসিটুলা এলাকার মৃত মো. বাবু মিয়ার ছেলে জামাল উদ্দিন (৫৭) ও বিশ্বনাথ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে সাদিকুর রহমান (২৯)।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়, নূরজাহান বেগমের দায়ের করা মামলায় তার স্বামী ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আবদুর রউফের ছেলে মো. আবদুস শুকুর মঙ্গলবার দুপুরে খালাস পান। মামলার রায় ঘোষণার পর নুরজাহান বেগম ও তার ছোট ভাই মনজাম মিয়া আদালত ভবনের ৬ষ্ঠ তলা থেকে দৌঁড়ে ৩য় তলায় নেমে আসেন। সেখানে আসামি পক্ষের জামাল উদ্দিন ও সাদিকুর রহমানের উপর হামলা চালান। দুইজনকে ছুরিকাঘাতের পাশাপাশি হাতুড়ি ও রেঞ্চ দিয়ে আঘাত করে আহত করেন তারা। পরে তারা আদালতের ভেতর ঢুকে আত্মরক্ষা করেন। এসময় পুলিশ ও আইনজীবীরা নূরজাহান বেগম ও মনজাম মিয়াকে আটক করেন। তাদের কাছ থেকে একটি ছুরি, একটি হাতুড়ি ও একটি রেঞ্চ উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় জামাল ও সাদিকুরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জানান, আদালত ভবনে মামলার বাদী নারী ও তার ভাই আসামি পক্ষের দুইজনের উপর হামলা চালান। এ ঘটনায় হামলাকারীদের আটক করা হয়েছে। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল