চুয়াডাঙ্গায় এক কেজি ১৬২ গ্রামের আটটি স্বর্ণের বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা। গতকাল সকালে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা সীমান্ত এলাকায় এ অভিযান চালায় বিজিবি ৬-এর একটি টহল দল। গ্রেপ্তাররা হলেন- দর্শনা থানার নাস্তিপুর গ্রামের আবদুল মোমিন (৪৯) ও আবুল কালাম আজাদ (৪৭)। চুয়াডাঙ্গার ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, গোপন সূত্রের খবর পেয়ে বিজিবির একটি দল গতকাল সকালে সীমান্তের ছয়ঘরিয়ায় সড়কে অবস্থায় নেয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্যদের দেখে পালানোর চেষ্টা করলে ধাওয়ায় তাদের আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত এক কেজি ১৬২ গ্রামের আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের মূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা।
এ ব্যাপারে বিজিবির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। পরে মালামালসহ তাদের থানায় সোপর্দ করা হয়েছে।