নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নারীসহ ১৪ দালালকে আটক করা হয়েছে। গতকাল শহরের খানপুর এলাকায় হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। আটকদের মধ্যে সাত নারীকে তিন দিন করে ও বাকি সাতজনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির বলেন, ‘দীর্ঘদিন ধরে এ চক্রের সদস্যরা হাসপাতালে আসা রোগীদের নানাভাবে হয়রানি করছে। তারা রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়।’