বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শিশু (১১) ধর্ষণের অভিযোগে রাসেল বড়ুয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার ধলিরছড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে রামুর ব্যাঙ ডেবা জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, রাসেল বড়ুয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ঘটনার সাত ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে ভুক্তভোগী শিশু বাড়ি যাওয়ার উদ্দেশে গাড়ির জন্য রাস্তায় দাঁড়ায়। ডাম্পার ট্রাকচালক রাসেল বড়ুয়া তাদের দেখতে পেয়ে গাড়িতে উঠায়। ব্যাঙ ডেবা জঙ্গল এলাকায় পৌঁছলে রাসেল ফুসলিয়ে ফুফাতো ভাইকে গাড়িতে রেখে ভুক্তভোগীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এলে রাসেল জঙ্গলে পালিয়ে যায়। তারা ভুক্তভোগীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজারের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।