রূপগঞ্জে শবনম ওয়েল মিলস নামে একটি তেল উৎপাদন কারখানার রিফাইনারি সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। উপজেলার তারাব এলাকায় গতকাল ভোরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, শবনম ওয়েল মিলস কারখানায় ৩ শতাধিক লোক কাজ করেন। গতকাল ভোরে রিফাইনারি সেকশনে হঠাৎ আগুন লাগে। লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে মেশিনারি ও আসবাবপত্র পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ৩০০ টনের ওয়েল রিফানারিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের উৎস।