বাগেরহাটের মোরেলগঞ্জ থানার অস্ত্র ও মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান সরদারকে আটক করেছে র্যাব। রবিবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৬ এর সদস্যরা। পরে তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি মতলুবর রহমান জানান, গতকাল ইমরান সরদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।