মাদারীপুরের ডাসারে উপজেলা সমাজসেবার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কার্যালয়ে এই ঋণ বিতরণ করা হয়।
ডাসার উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন উপস্থিত ছিলেন।
ডাসার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির আওতায় মোট ১২ লাখ ৭৫ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার, উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস ও উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই