মাগুরা পৌরসভাসহ সদরের ৯ ও শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে মাগুরা-১ আসন গঠিত। এ আসনে বিএনপির হাফ ডজন নেতা দলীয় মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যেই দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, সদস্যসচিব মনোয়ার হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বদরুল আলম হিরো, সাবেক ছাত্রনেতা শামসুল আলম ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম মজিদুল হকের কন্যা ডাক্তার সিমিন মজিদ অঞ্জু। জামায়াতের প্রার্থী মাগুরা জেলার সাবেক আমির যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আবদুল মতিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলা সেক্রেটারি মাওলানা নাজিরুল ইসলাম।
বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রে লবিং এবং এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। খোঁজখবর রাখছেন মাঠপর্যায়ের নেতা-কর্মীদের জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, দীর্ঘ ১৭ বছর দলের কর্মী হিসেবে আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছি। সরকার পতনের আন্দোলন বেগবান করেছি। দলের কাছে আমার প্রার্থিতা দাবি করব। দল যদি আমাকে না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়, দলীয় প্রধান হিসেবে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তাকে বিজয়ী করে আনতে পারব বলে বিশ্বাস করি।