চট্টগ্রামের লোহাগাড়ায় ভিক্ষুক সেজে চুরি করা এক পেশাদার নারী চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতভর অভিযান চালিয়ে লোহাগাড়ার বাদশা বাপের বাড়ির ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় তার ঘর থেকে ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি ১১ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া নারী তসলিমা আক্তার (৪৮), সাতকানিয়া থানার কালিয়াইশ পূর্ব কাঠগড় এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।
পুলিশ জানায়, গত ২১ আগস্ট লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে ‘মুনস্টার’ নামের দোকানের সামনে এক প্রবাসীর স্ত্রী বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। সে সময় তসলিমা ভিক্ষুক সেজে তার কাছে গিয়ে কথার ফাঁকে কৌশলে ব্যাগ থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে।
তল্লাশিতে উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে—পাঁচটি আংটি, দুটি চেইন, চার জোড়া কানের দুল ও দুটি নাকফুল। এর মধ্যে একটি আংটি ও একটি কানের দুল ভুক্তভোগী শনাক্ত করেছেন।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
বিডি প্রতিদিন/আশিক