গাজায় আট ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে, তারা ইসরায়েলের অজেয়তার মিথ চূর্ণবিচূর্ণ করতে সক্ষম হয়েছেন।
প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ গাজা উপত্যকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটায়। এতে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাদের ওপর ভবনটি ধসে পড়ে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হাদাশ-টু জানিয়েছে, খান ইউনিস শহরের উত্তরে আল-কারারা এলাকায় বিস্ফোরণটি ঘটে।
ইসরায়েলি সংবাদমাধ্যম আরও জানিয়েছে, বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছে। আহতদের যাদের বেশিরভাগের অবস্থাই গুরুতর।
কয়েক ঘণ্টা পরে ইসরায়েলি সংবাদমাধ্যম গাজা উপত্যকার উত্তর অংশে আরেকটি হামলার খবর জানায়। তবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড বৃহস্পতিবার রাতে জানিয়েছে, তারা খান ইউনিসের উত্তরে আল-বাদাউই এলাকায় ইসরায়েলি সেনা এবং তাদের যানবাহন লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে।
শুক্রবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ গাজা উপত্যকায় একটি দুর্ঘটনায় একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। খান ইউনিসে অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে, যখন সেনারা মাইন দিয়ে ভবনগুলি পরিষ্কার করার কাজ করছিল।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল