রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌসি টুম্পা নামে এক শিক্ষার্থীর ছাত্রীনিবাস থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সরদারপাড়াার আপন লেডিস ছাত্রীনিবাসে নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় টুম্পার লাশ দেখা যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টুম্পা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচের ছাত্রী। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।
এদিকে রাতে টুম্পার লাশ নামানোর সময় কয়েকজন মোবাইল ফোনে চিত্র ধারণ ও লাইভ করার চেষ্টা করে। এনিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সাথে অন্য বিভাগের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। দুই পক্ষের মধ্যে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
বেরোবির রেজিস্টার হারুন উর রশিদ বলেন, টুম্পার লাশের ছবি তোলা নিয়ে ছাত্রদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পুলিশ আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করবে। তবে কি কারণে টুম্পা আত্মহত্যা তা এখনো জানা যায়নি।
তাজহাট থানার ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন,লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে। সকালে দুইদল ছাত্রের মাথে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। এখন সব কিছু স্বাভাবিক রয়েছে। আত্মহত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল