রাজধানীর মিরপুর-১ এলাকার কাঁচাবাজার ও পাখির দোকানগুলোতে অভিযান চালিয়েছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
অভিযানে অবৈধভাবে আটক রাখা ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত মোট ৫০টি দেশীয় বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। রাজধানীর মিরপুর-০১ এলাকার কাঁচাবাজার ও পাখির দোকানগুলোতে এ অভিযান পরিচালিত হয়।
উদ্ধার প্রাণীগুলোর মধ্যে রয়েছে: ৩টি পাহাড়ি ময়না, ২টি ঝুঁটি শালিক, ২টি গাং শালিক, ২টি তিলা ঘুঘু, ১৪টি শালিক, ২টি হিরামন তোতা, ২৩টি টিয়া, ১টি বাজপাখি ও ১টি কড়ি কাইট্টা।
অভিযানে নেতৃত্ব দেওয়া বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা জানান, উদ্ধার অধিকাংশ বন্যপ্রাণীগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরে নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, অসুস্থ বন্যপ্রাণীদের আপাতত অফিসে নিরাপদভাবে সংরক্ষণে রাখা হয়েছে এবং পরে তাদেরকেও মুক্ত প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ