বরিশালের বাবুগঞ্জে মাদক কেনাবেচার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসিন সরদার (২৫)। তিনি উপজেলার রামপট্টি গ্রামের বাসিন্দা মানিক সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, ইয়াসিন সরদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কাছ থেকে একই গ্রামের মো. রাসেলের ছেলে লিমন দেড় হাজার টাকার মাদক বাকিতে নেন। পরে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। টাকা ফেরত না পেয়ে লিমনের মোবাইল ফোন নিয়ে যান ইয়াসিন। এর জের ধরে গত মঙ্গলবার দিনগত রাতে লিমন একা পেয়ে ইয়াসিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়।
বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজান মুন্সী বলেন, “রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে চিৎকার শুনে বাইরে বের হয়ে দেখি ইয়াসিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন সে জানিয়েছে, মনিরের ছেলে লিমন তাকে কুপিয়েছে। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।” ময়নাতদন্ত শেষে ইয়াসিনের লাশ বরিশালে এনে দাফন করা হয়।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, “অসমর্থিত সূত্র জানিয়েছে নিহত ইয়াসিন ও অভিযুক্ত লিমন দুজনেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের কারণেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
বিডি প্রতিদিন/আশিক