কুমিল্লার মুরাদনগর কিশোর মো. আরিফ (১৪) চট্টগ্রামে এসে নিখোঁজ হয়েছে। তার বাবা আকুবপুর ইউনিয়নের বাসিন্দা আবদুর রহমান এই দাবি করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার শিশুটি চট্টগ্রামের আনোয়ারা চাতরি ইউনিয়নের বেলচুরা এলাকা থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪০৮/২৫) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, কিশোর আরিফ কুমিল্লা থেকে গত এক সপ্তাহ আগে আনোয়ারা চাতরি এলাকায় চাচার বাসায় বেড়াতে যায়। গত ২১ আগস্ট সে চাচার বাসা থেকে কুমিল্লার নিজ বাড়িতে যাওয়ার জন্য বের হয়। কিন্তু পরে আর বাড়ি ফেরেনি।
আরিফের বাবা আবদুর রহমান বলেন, আমার ভাইয়ের বাসা থেকে বের হওয়ার সময় ছেলের সঙ্গে মোবাইলে কথা হয়। সে মহানগর গোধূলি ট্রেনে করে কুমিল্লায় আসার কথা বলেছিল। কিন্তু পরে ফেরেনি। বিষয়টি আমরা আনোয়ারা থানায় অবহিত করেছি। আমি আমার ছেলের সন্ধান চাই। কেউ সন্ধান পেলে যোগাযোগের বিনীত অনুরোধ করছি।
আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। আমরা ছেলেটির সন্ধানে সর্বোচ্চ চেষ্টা করছি।
বিডিপ্রতিদিন/কবিরুল