ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ধরমন্ডল কাউসার চৌধুরী মডেল একাডেমি প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহুল আমিন চৌধুরী। এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জেলা ড্যাব সভাপতি ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, রোটারিয়ান ডা. সাফওয়ান নাবিল, ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন উদ্দিন চৌধুরী, ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফয়সল মো. জেবেল নুর ও সমাজসেবক অলিউর রহমান।
ক্যাম্পে বিপুল সংখ্যক রোগীকে মুখ ও দাঁতের স্বাস্থ্যসচেতনতা বিষয়ক পরামর্শ দেওয়া হয়। এছাড়া চিকিৎসাসেবা প্রদানসহ দাঁতের পরিচর্যার সামগ্রী—টুথপেস্ট ও ব্রাশ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল