উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে দুই কিশোর শিক্ষার্থীর মরদেহ ভেসে ওঠেছে। শনিবার ভোরে সাগরের ভাটার সময় শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল হাসান সায়েমের (১৬) মরদেহ ভেসে আসে। সে মনখালী এলাকার বাসিন্দা নাজির হোছনের ছেলে এবং উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
একইদিন দুপুরে কোস্টগার্ড ও স্থানীয়রা অপর শিক্ষার্থী হাবিবুল আবছারের (১৭) ভাসমান মরদেহ উদ্ধার করে। হাবিবুল আবছার মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের পুত্র।
স্থানীয়রা জানিয়েছেন, ভাসমান লাশটি দেখতে পেয়ে তারা কোস্টগার্ডকে খবর দেয় এবং মরদেহ তীরে নিয়ে আসে। পরে আত্মীয়-স্বজন লাশ শনাক্ত করে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দুই শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে শখের বসে মাছ ধরতে যায়। একপর্যায়ে দুজনই পানিতে ভেসে যায়। ভোরে সায়েমের লাশ উদ্ধার করা হয়, দুপুরে হাবিবুলের লাশ পাওয়া যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনি প্রক্রিয়া অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল