ভারত সীমান্তে প্রাণ হারিয়েছেন সিলেটের যুবক আবদুর রহমান (২৫)। শুক্রবার বিকেলে তিনি গুলিবিদ্ধ হয়ে ভারত সীমান্তের ৩০০ গজ অভ্যন্তরে প্রাণ হারালেও শনিবার সন্ধ্যায় ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ হস্তান্তর হয়নি।
নিহত আবদুর রহমান কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল বাকুরি গ্রামের খলিলুর রহমানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, চোরাচালানের উদ্দেশ্যে ভারত যান আবদুর রহমান। শুক্রবার বিকেলে ফেরার সময় ভারত সীমান্তের অন্তত ৩০০ গজ ভেতরে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। এসময় তার সাথে থাকা আরও চার যুবক দৌঁড়ে দেশে ফিরে আসেন।
শনিবার ঘটনাটি জানাজানি হলে বিজিবির পক্ষ থেকে লাশ হস্তান্তরের জন্য বিএসএফ’র কাছে বার্তা পাঠানো হয়।
কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল জানিয়েছেন, বিএসএফ লাশ হস্তান্তর করার খবর পেয়ে তিনি সীমান্তে পুলিশ পাঠিয়েছেন। সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি লাশ হস্তান্তর প্রক্রিয়ার কোন প্রকৃত খবর পাননি।
বিডি প্রতিদিন/এএম