বাংলাদেশ শিক্ষক সমিতির শেরপুর জেলা শাখার নবগঠিত কমিটির প্রথম সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের গোবিন্দ কুমার (জি.কে) পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা আয়োজন করা হয়।
শেরপুর জেলা শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৫–২০২৭ মেয়াদের এটি ছিল প্রথম সভা। সমিতির সভাপতি মো. মুহসীন আলী আকন্দ সভায় সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. আজহার আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মনজুরুল ইসলাম, গ্রন্থ ও সংস্কৃত সম্পাদক নাজমুল আলম তালুকদার, নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সদস্য সচিব মো. খলিলুর রহমান, নকলা উপজেলা শাখার আহ্বায়ক ফকরুল আলম, সদস্য সচিব ছায়েদুল ইসলাম, শ্রীবরদী উপজেলা শাখার আহ্বায়ক খন্দকার মাজহারুল ইসলাম, সদস্য সচিব রেজাউল করিম, ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক ফজলুল করিম, সদস্য সচিব অভিনুর, শেরপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক লুৎফর রহমান ও সদস্য সচিব তাজমিন আক্তারসহ কমিটির সব সদস্যবৃন্দ।
প্রথম সভা ও পরিচিতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সভাপতি মো. মুহসীন আলী আকন্দ ও সাধারণ সম্পাদক মো. আজহার আলী। বক্তারা বলেন, “আমরা শিক্ষকরা সবাই ঐক্যবদ্ধ থাকব। কোনো শিক্ষকের সমস্যা হলে আমরা পাশে দাঁড়াব। তবে শিক্ষকরাই যেন নিজেরা সমস্যা তৈরি না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
বিডি প্রতিদিন/আশিক