খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় এ ঘটনাটি ঘটে। বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে।
নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী এ ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময়ে হেলমেট পরা অবস্থায় তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দু’পায়ের রগ কেটে দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি খালি গুলির খোসা উদ্ধার করেছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত