ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের প্রাণী সম্পদ মন্ত্রী ফরিদপুর-১ আসনের সাবেক এমপি আব্দুর রহমানের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের ফরিদপুর-বোয়ালমারী আঞ্চলিক সড়কের কানফরদি নামক স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করে বলেন, আব্দুর রহমান এমপি-মন্ত্রী হবার পর স্থানীয় বিভিন্ন ব্যক্তিদের উপর অন্যায়ভাবে জায়গা জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। যারা জমি দিতে রাজী হননি তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির পাশাপাশি কারাগারে পাঠিয়েছেন। অনেকের জমি লিখে নিলেও তাদের প্রাপ্য টাকা দেননি। টাকা চাইলে তার পেটোয়া বাহিনী দ্বারা নানাভাবে নির্যাতন চালাতেন। বক্তারা অভিযোগ করে আরো বলেন, জায়গা জমি দখলের মাধ্যমে আব্দুর রহমান বিশাল সম্পদ গড়েছেন। তার বিশাল একটি ক্যাডার বাহিনী রয়েছে। হাসিনার পতনের পর আব্দুর রহমান দেশ থেকে পালিয়ে গেলেও তার পালিত বাহিনীর ক্যাডারেরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে। তারা আব্দুর রহমানের অবৈধভাবে দখল করা জায়গা জমিগুলো দেখাশোনা করছেন।
কেউ তার জায়গা বুঝে নিতে গেলে তাদের উপর হামলা, মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মানববন্ধন থেকে বক্তারা আব্দুর রহমান কর্তৃক দখল করা জমিগুলো মালিকদের বুঝিয়ে দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান। একই সাথে ইন্টারপোলের মাধ্যমে দুর্নীতিবাজ আব্দুর রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।
মানববন্ধন শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে আব্দুর রহমানের ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সাতৈর এলাকার ভুক্তভোগী কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল