জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলের অংশগ্রহণের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, নির্বাচন মানুষের মৌলিক অধিকার। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনী থেকে শুরু করে প্রশাসনের সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করলেই আগামীতে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ঐক্যবদ্ধ জাতীয় পার্টি প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল রাজধানীর গুলশানের অফিস কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা দেখা করতে এলে তাদের উদ্দেশে এ কথা বলেন সাবেক এ মন্ত্রী।
রুহুল আমিন হাওলাদার বলেন, ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী সুনাম রয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি এখনো যথেষ্ট সুনামের স্বীকৃতি অর্জন করতে পারেননি। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বাংলাদেশে একটি জাতীয় পার্টি থাকবে। কোনো সিন্ডিকেটের মধ্যে জাতীয় পার্টি বন্দি থাকবে না। জাতীয় পার্টি হবে সব তৃণমূলের নেতা-কর্মীর। ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পরিবর্তন হয়েছে। জাতীয় পার্টিতেও পরিবর্তনের সময় এসেছে। আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে গড়ে তুলতে চাই।