চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক ও আলমসাধুর (ভটভটি) মুখোমুখি সংঘর্ষে বরকত আলী মোল্লা (৫৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মুক্তারপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বরকত আলী মোল্লা একই উপজেলার হাতিভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং হাতিভাঙ্গা জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয়রা জানান, বরকত আলী সকালবেলা কার্পাসডাঙ্গা বাজারে কেনাকাটা শেষে একটি ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে মুক্তারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বরকত আলী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম