পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষার সংগ্রাম শুধু নীতি বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়বদ্ধতা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য নাগরিক সমাজ, সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব আয়োজিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য এবার ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ পেয়েছেন চার ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে বৃক্ষসখা সম্মাননায় ভূষিত হয়েছেন ঝিনাইদহের মো. আমিনুল ইসলাম, মিরসরাইয়ের প্রকল্প সোনাপাহাড় এবং রাঙামাটির সবুজ চাকমা। এ ছাড়া জীববৈচিত্র্য পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলা একাডেমির জীবন সদস্য মিজানুর রহমান ভূইয়া।