দুই দফা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। এতে বক্তারা বলেন, আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে পরদিন ভূমি উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশীসহ শতাধিক বস্তিবাসী অংশ নেন।
সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আবদুর রহিম বলেন, আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে। এর পরও দাবি মানা না হলে ধারাবাহিকভাবে ভূমি সচিব, জেলা প্রশাসক ঢাকা, উত্তর সিটি করপোরেশনের প্রশাসকদের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
তিনি জানান, রাজধানীর বিজয় সরণির কলমিলতা মার্কেটের ক্ষতিপূরণ প্রদান এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পটি ফিরিয়ে দেওয়া- এই দুটি দাবিতে তারা টানা ২২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকার কোনো সমাধান করছে না।