শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রারাসায় চাকরি করেন ১৪ জন শিক্ষক, চারজন কর্মচারি। এই মাদ্রাসা থেকে ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও ৪ জনই ফেল করেছে। তবে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত নয়।
উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক এবং ৩ জন কর্মচারি রয়েছেন।
শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সূত্র জানিয়েছে শুধু এই দাখিল মাদ্রাসায় ৪ জন পরীক্ষার্থী ছিল। ওই চার শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
মাদ্রাসার সুপার মো. মোতালেব জানান, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তার কিছুই জানা নেই। কেন খারাপ হয়েছে? গত বছর কেমন ফলাফল ছিল জানতে চাইলে তিনি বলেন, গত বছর রেজাল্ট খারাপ ছিল, কেন খারাপ ছিল তা জানি না। পড়াশোনা মান নিয়ে প্রশ্ন করা হলে ফোন কেটে দিয়ে বন্ধ করে দেন।
তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এবং ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল বলেছেন, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় এই প্রতিষ্ঠানে তেমন ক্লাস হয় না। এখন থেকে এই মাদরাসা বিষয় আমি নিয়মিত মনিটরিং করব। পাশাপাশি এ মাদ্রাসার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারকে নিয়মিত খোঁজ-খবর নেওয়ার জন্য বলা হবে।