ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন আয়োজন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক সচেতনতামূলক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’।
এই প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামী ১ আগস্ট (শুক্রবার) সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শাবিপ্রবি প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মোমিনুর রশিদ শুভ।
তিনি জানান, ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে ম্যারাথনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। পাশাপাশি আগামী সপ্তাহ থেকে ক্যাম্পাসে রেজিস্ট্রেশন টেন্ট স্থাপন করা হবে, যেখানে সরাসরি নিবন্ধনও করতে পারবেন অংশগ্রহণকারীরা।
তিন ক্যাটাগরির দৌড়, রেজিস্ট্রেশন ফি নির্ধারিত
এই ম্যারাথনে তিনটি দৌড় প্রতিযোগিতা থাকবে—
-
২১.১ কিলোমিটার
-
১০ কিলোমিটার
-
৫ কিলোমিটার
প্রতিটি দৌড়েই শিক্ষার্থী ও সাধারণ অংশগ্রহণকারীদের জন্য পৃথক রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।
দৌড় দূরত্ব | শিক্ষার্থী | সাধারণ অংশগ্রহণকারী |
---|---|---|
২১.১ কি.মি | ৭৯৯ টাকা | ৯৯৯ টাকা |
১০ কি.মি | ৬৯৯ টাকা | ৮৯৯ টাকা |
৫ কি.মি | ৫৯৯ টাকা | ৭৯৯ টাকা |
প্রতিবাদ, প্রতিরোধ ও ন্যায়বিচারের বার্তা
সভাপতি মোমিনুর রশিদ শুভ বলেন, “নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে হাজারো লোক শহীদ হয়েছেন। তাই জুলাই কেবল শোকের নয়, এটি প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার সাহসের মাস। এই ম্যারাথন ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্রের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরবে।”
বিডি প্রতিদিন/আশিক