"শিক্ষা সেবা সহজীকরণ ও গুণগত মানোন্নয়ন" শীর্ষক দিনব্যাপী কর্মশালা শনিবার গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঢাকা আঞ্চলিক কেন্দ্র এবং এর আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা ও বিভিন্ন স্টাডি সেন্টারের প্রোগ্রাম ভিত্তিক সমন্বয়কারীদের জন্য এ আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উদ্বোধন করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ আনিছুর রহমান। বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব টিএম আহমেদ হুসেইন। কর্মশালার সার্বিক সঞ্চালনা করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। রিপোটিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।
বিভিন্ন স্কুলের ডিন ও শিক্ষক, সংশ্লিষ্ট বিভাগের পরিচালক, ঢাকা আঞ্চলিক কেন্দ্র ও তার আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা এবং প্রোগ্রাম ভিত্তিক সমন্বয়কারীসহ মোট ৮৪ জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল