রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাইবার বুলিং রোধে কমিটি গঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক একরামুল হামিদকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রথম সভায় নির্বাচনে তাদের করণীয় ও কর্মপন্থা নিয়ে আলোচনা করেছে।
এর আগে, নির্বাচনে নারী প্রার্থীদের সুরক্ষা ও সুষ্ঠু পরিবেশের স্বার্থে এই কমিটি গঠনের আহ্বান জানান শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এমআই