জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে আরও নতুন তিনটি প্যানেল আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন 'সংশপ্তক' ভাস্কর্যের পাদদেশে 'সম্প্রীতির ঐক্য' নামে প্যানেল ঘোষণা করেন অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী প্রাপ্তি তাপসী।
এতে ছাত্র ইউনিয়নের (অদ্রি-অর্ক) একাংশ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ইন্ডেজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সংগঠনের মধ্যে জোট গঠন করা হয়। ছাত্র ইউনিয়ন জাবি শাখার সাবেক সভাপতি অমর্ত্য রায়কে সহ-সভাপতি (ভিপি) এবং সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শরণ এহসানকে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত করা হয়েছে।
দুপুর ১২টার দিকে 'সংশপ্তক’ নামে আংশিক একটি প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন (ইমন-তানজিম) এর আরেকটি অংশ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার নেতাকর্মীরা। এতে তারা কেন্দ্রীয় পাঁচটি পদে প্রার্থীতা দিয়েছে। এ প্যানেলে জাকসুর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাবি ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি জাহিদুল ইসলাম ইমন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া।
এছাড়া একইদিনে 'স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ' নামে পৃথক একটি প্যানেল ঘোষণা করেন জাহাঙ্গীরনগর থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম মেঘ। তিনি ওই প্যানেল থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ নিয়ে আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনে এখন পর্যন্ত ৭টি প্যানেলে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ভোটযুদ্ধে অংশ নেবেন।
বাকি প্যানেলগুলো হলো- জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, 'স্বতন্ত্র শিক্ষার্থীদের সম্মিলিত জোট'।
বিডি প্রতিদিন/আরাফাত